দক্ষিণ সুনামগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে হাম রুবেলা ঠিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, এসআই জহিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাপলা আক্তার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন তালুকদার ও ঢাকা আহসানিয়া মিশনের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম সহ প্রমুখ।
এডভোকেসি সভার পরবর্তীতে সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ , প্রশাসনিক কর্মকর্তাদের ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ, আগামী ১৮ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় সমূহে এবং ২৮ মার্চ হতে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটি পর্যায়ে ১৯২টি কেন্দ্রে সর্বমোট ৪৭ হাজার ৩ শত ৩৬ জন শিশুকে এই ঠিকা প্রদান করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর