তাহিরপুরে ঘাস কাটার অপরাধে কাঁচি দিয়ে রক্তাক্ত করা হলো শিশুকে

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

তাহিরপুরে ঘাস কাটার অপরাধে কাঁচি দিয়ে রক্তাক্ত করা হলো শিশুকে

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার (দঃ) শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের মানুইল ইসলাম( ৯) নামের শিশুকে গরুর ঘাস কাটার অপরাধে ধারালো কাঁচি দিয়ে রক্তাক্ত করেছে এক নরপিশাচ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঠাবুকা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পড়ুয়া স্কুল ছাত্রের।
স্থানীয়দের তথ্যমতে জানাযায় ৯ মার্চ সোমবার সন্ধ্যায় পাঠাবুকা গ্রামের পশ্চিমের মাঠে গো-খাদ্য সংগ্রহ করার জন্য গিয়ে ছিল মুইনুল। অনাবাদী জমিতে সে গো-খাদ্য সংগ্রহ করছিল । এমন সময় পাশের গ্রাম জীবনপুরের আহাদনুর বলে আমার জমি থেকে ঘাস কাটতে পারবে না। অন্য জায়গায় যায় । কথার কর্ণপাত না করে শিশু মইনুল আপন গতিতে গো- খাদ্য সংগ্রহ করে । পরে কথা না শোনার কারণে আহাদ নূর রাগান্বিত হয়ে মইনুলের হাত থেকে জোর করে ধারালো কাঁচি নিয়ে এলোপাতাড়ি আঘাত করে । আঘাতের পর মইনুল ঘটনাস্থেলই অজ্ঞান হয়ে পড়ে থাকে।
খবর পেয়ে রক্তাক্ত মইনুলকে নিয়ে তার বড় ভাই দিলোয়ার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুমন বর্মন গণমাধ্যমকে বলেন, শিশু মইনুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর