ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: ”দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে একটি র্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরী, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসের অফিসের মিঠু চক্রবর্তী ও হরিপদ দাস প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech