জগন্নাথপুরে আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম: প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

জগন্নাথপুরে আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম: প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি::চোখের সামনে পোর্ল্ট্রি র্ফামে আগুর জ্বলছে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একমাত্র উপার্যনের সম্ভর ফার্মটি। একদিকে চলছে আগুন নেভানোর চেষ্টা অন্যদিকে আহাজারি। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কের নারিকেলতলা নামক স্থানে গতকাল মঙ্গলবার ভোর রাতে দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নারিকেলতলা গ্রামের মহি উদ্দিনের একমাত্র উপার্যনের সম্ভর পোল্ট্রিফার্মে ভোররাতে আগুনের লেলিহা শিখা দেখতে পেয়ে গ্রামবাসী ফার্মের মালিক মহিউদ্দিনকে খবর দেন। ফার্মের থেকে একটু দুরে ঘুমন্ত অবস্থায় ছিলেন মহিউদ্দিন, ঘুম থেকে উঠে গ্রামবাসীকে নিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় মহিউদ্দিনের স্বপ্ন। আগুন লাগার সাথে সাথে ছড়িয়ে পড়ে পুরো ফার্মজুরে। আগুনে ফার্মে থাকা এক হাজার মোরগের ছোট বাচ্ছা, ৪৫ বস্তা খাবার সহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারিকেলতলা গ্রামের হাজী ফয়জুর মিয়া জানান, মহিউদ্দিন বড় কষ্ট করে ফার্মে বাচ্ছা থেকে এককেজি করে মোরগ বিক্রি করতে উপজেলা সদর ও উপজেলার বিভিন্ন বাজারের। মোরগ বিক্রি করে সংসার পরিচালনা করে আসছেন। আজ তার পোল্ট্রি ফার্মে আগুন লাগায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
ফার্মের মালিক মহি উদ্দিন জানান, আমার একমাত্র সম্ভর পোল্ট্রি ফার্ম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমি নিঃস্ব হয়ে গেছি। প্রায় এক হাজার মোরগের বাচ্ছা সহ মোরগে খাবার সাথে সাথে পুরো ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর