জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ারের সহযোগিতায় বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির চতুর্থ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ পার্টনারশীপ এন্ড ফ্যাসিলিটেশন কেয়ারের টেকনিক্যাল কর্মকর্তা অরূপ রতন দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার বিভাস চন্দ্র মানী, জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা: নাজমুস সালেহীন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, দৈনিক মানবজমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ারের টীম লিডার নাজনীন রহমান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট মো: নিজাম উদ্দিন, এম পাওয়ার আবু সায়েম আরিফ, এম পাওয়ার স্বাগতম রায় রকি, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ারের টেকনিক্যাল ম্যানেজার মো: হাসানউজ্জামান, আব্দুল আলীম, নাজমুন হাসান, আব্দুস সুকুর প্রমূখ। সভায় সম্মিলিত প্রচেষ্ঠা -সবার জন্য পুষ্টি প্রতিপাদ্যে উপজেলায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর