বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার আনন্দ র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার আনন্দ র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

ডেস্ক প্রতিবেদন :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

১৭ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর নেতৃত্বে শহরের উকিলপাড়াস্থ রিভারভিউ ফটক থেকে বিশাল র্যালি সহকারে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অবশেষে র্যালিটি জেলা ঐতিহ্য জাদুঘরে এসে মিলিত হয়।

সেখানে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতিরপিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, সাবেক সহ সভাপতি মনির খান, সাবেক সহ সভাপতি মো. ইকবাল, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ কাওছার, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সাবেক সহ-সম্পাদক ফয়জুল ইসলাম সুমন।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হোসেন পলাশ, রবিন, মাসুম সুহেল মুসফিক পীর, নাজিম, আহমেদ ইমতি মাছুম, আপন আহমেদ, মাজেদ, মাজেদুল ইসলাম ফরহাদ, সাদিকুর, সফিকুর রহমান রনি, সাগর বিশ্বাস পদ্ম, মোঃ সাইফ , আতিকুর রহমান সুজন, মিসবাহউজ্জোদা জুনেদ, মতিউর রহমান, শুভজিত সেন আপন, সেলিম, জালাল আহমেদ রনি, আতাহার মাসুৃম নয়ন, জুয়েল রাজ, নূর আহমদ রুবেল, তাহের মিয়া, নজরুল ইসলাম সাগর, রাজন উদ্দিন, সাকিল আহমদ, জাহিন, মনোয়ার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,
ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সদস্য লুৎফর রহমান লিটন প্রমুখ।

বিশ্বম্ভপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাহাত, সুব্রত সরকার পার্থ প্রমুখ।

জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিহির সরকার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, নাজমুল খন্দকার, কাশেম পারভেজ, সারোয়ার আহমেদ ফাহিম প্রমুখ।

তাহিরপুর উপজেলা ছাত্রলীগনেতা সাইদুর রহমান, মো. রবি, অলক পাল রাজ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর