আবারো মুক্তিযুদ্ধের শক্তিকে ক্ষমতায় বসাতে হবে : প্রতিমন্ত্রী এমএ মান্নান

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

আবারো মুক্তিযুদ্ধের শক্তিকে ক্ষমতায় বসাতে হবে : প্রতিমন্ত্রী এমএ মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো মুক্তিযুদ্ধের শক্তি বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বাসতে হবে।
তিনি শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুন নুর।
আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর