সুনামগঞ্জে হোটেল-রেস্টুরেন্টে আড্ডা নিষিদ্ধ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

সুনামগঞ্জে হোটেল-রেস্টুরেন্টে আড্ডা নিষিদ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জ জেলায় দোকানপাট-রেস্টুরেন্ট-হাটবাজারে সাধারণ মানুষের জনসমাগম, আড্ডা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন চায়ের দোকানে ক্রেতা টানতে টেলিভিশনে ছবি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তার অফিসিয়াল ফেসবুকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি সবাইকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকারও আহ্বান জানান।
.
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার বিভিন্ন পাড়ামহল্লা, হাটবাজারে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানিরা বিভিন্ন টিভি অনুষ্ঠান, সিনেমা প্রদর্শন ও ভিডিও গেইমের মাধ্যমে জনসমাগম বাড়িয়ে থাকেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে এ ধরনের ভিড় চরম স্বাস্থ্যঝুঁকির। এসব স্থানে অপ্রয়োজনীয় আড্ডা সম্পূর্ণরূপে জনস্বার্থে নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
এতে আরো বলা হয়, এখন থেকে দোকান-রেস্টুরেন্টে এ ধরনের সম্প্রচার করলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ (ছবি ও ভিডিও) স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানানোর জন্য অনুরোধ করা হলো। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের স্বাস্থ্যঝুঁকি আছে-এমন স্থানে, রেস্টুরেন্টে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর