তাহিরপুরে কয়লা, পাথর পরিবহনে গনজমায়েত : করোনা ছড়ানোর আশঙ্কা

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

তাহিরপুরে কয়লা, পাথর পরিবহনে গনজমায়েত : করোনা ছড়ানোর আশঙ্কা

তাহিরপুর সংবাদদাতা : বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের আতংকে বিশ্ববাসী অস্থির। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে কয়েক হাজার মানুষ। এই ভাইরাসের প্রতিষেধক টিকা আজও আবিষ্কার করতে পারেনি চিকিংসকগন। তাই নিয়ম নীতি অনুসরণ করে চলতে বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ গন। আর এই নিয়ম নীতি হল জনসমাগম সৃষ্টি না করা বা জনসমাগম এড়িয়ে চলা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ এলাকায় এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। তাহিরপুর উপজেলার সীমান্তে কয়লা পাথর সরবরাহ কাজে অধিক শ্রমিক এক সাথে মিলে মিশে গনজমায়েত সৃষ্টি করেছে, করোনা ভাইরাসের আশষ্কা মনে করছেন সচেতন মহল।
২৫ মার্চ বুধবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে পাটলাই নদীতে সরজমিনে গিয়ে দেখা যায়, সংঘবদ্ধ হয়ে গনজমায়েত সৃষ্টি করে কয়লা পাথর শ্রমিক সরবরাহ কাজে ব্যস্ত। যা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির প্রতিবন্ধকতা বলে মনে করছেন লোকজন।
মেঘালয়ের পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার হতদরিদ্র শত শত শ্রমিকরা। যারা দিন আনে, দিন খায়। নিরুপায় এই শ্রমিক করোনা ভাইরাস ভয় না করে, অভাব নামক দানবটাকে ভয় করে তারা।

হাওর পাড়ের শ্রমিকগুলো করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতন নয়। তাই তারা কাজ কর্ম শেষ করে পরিবার পরিজনের সাথে অবাধে মিলামেশা করছে । এই শ্রমিকগুলোকে সচেতন মূলক সরঞ্জাম দিয়ে সচেতন করার আহবান এলাকার সচেতন মহলের জোরদাবী প্রশাসনের কাছে।
সরবরাহ বন্ধের বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজ থেকে সম্পূর্ণভাবে কয়লা,পাথর সরবরাহ বন্ধ থাকবে। তিনি বলেন, সেইসাথে সাধ্যমত সবাইকে সচেতন মূলক সরঞ্জাম দিয়ে সহযোগীতা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর