ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে আসমা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের বাসিন্দা। তার দুটি সন্তান রয়েছে। তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিক জুয়েল মিয়া ও তার স্ত্রী আসমা বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার সকালে স্থানীয়রা ঘরে আসমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা কী না, এখনো তা স্পষ্ট নয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech