বানিয়াচংয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

বানিয়াচংয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের হাওরের একটি ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই হাওরে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন হাওরে কাজ করতে যাওয়া স্থানীয় গ্রামবাসী। তাৎক্ষণিক বিষয়টি তারা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করলে জনপ্রতিনিধিরা পুলিশে খবর দেন।

 

 

বানিয়াচং থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) প্রজিত কুমার দাস’র নেতৃত্বে এসআই ফিরুজ আল-মামুন, এসআই আব্দু সাত্তারসহ একদল পুলিশ সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

 

 

এসআই ফিরুজ আল-মামুন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ডিএন টেস্টের আলামত সংগ্রহ করেন। ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

 

এব্যাপারে ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান, এখন পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সর্বশেষ ২৪ খবর