ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকায় নিজ বাড়িতে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন নূরুল হক(৫৫) নামের এক ব্যক্তি। তিনি আব্দুল গফুরের পুত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।
পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে নূরুল হক বাসার বাথরুমে ঢুকলে কিছুণ পর তার গলা কাটা দেখে বাসার লোকজন চিৎকার করেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী সালেহার সাথে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে আসল কারণ জানার চেষ্টা করছে।
জানা যায়, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন থেকে দেশে ফিরে পাঁচতলা বাড়ি বানিয়ে উপরের অংশ ভাড়া দিয়ে স্ত্রীকে নিয়ে নিচতলায় বসবাস করেন নূরুল হক। তাদের দুই ছেলে বিদেশে থাকেন।
দণি সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি নিজে আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী দণি সুরমা থানার এসআই রিপন দাস জানান, আত্মহত্যা চেষ্ঠাকারীর বাথরুম থেকে ব্লেড উদ্ধার করা হয়েছে। তিনি নিজেই নিজের গলা কাটার চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে ‘আজরাইল বলেছে সে মারবে না, আমাকে মরতে হবে’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech