দক্ষ চালক দিয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে : শাহজাহান খান

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

দক্ষ চালক দিয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে : শাহজাহান খান

ডেস্ক প্রতিবেদন
দক্ষ পরিবহণ শ্রমিক দিয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি, সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এমপি।

তিনি বলেন, পৃথিবীর সকল দেশে কম বেশি দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে তা শুধু একক নয়। তাছাড়া রাস্তা পারাপারে ও গাড়ি চলানোর সময় মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে হবে।

শাহজাহান খান বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে পাস হওয়া নতুন আইনের কিছু ধারায় পরিবর্তন আনতে হবে। সেখানে জামিন অযোগ্য গ্রেফতারের ধারাসহ আরো কিছু ধারা পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, পরিবহণ শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছেন। তাই শ্রমিকদের অধিকার ও দাবী আদায়ে আবারো আন্দোলনের ডাক দেওয়া হবে।

সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এমপি রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক বাইপাস সড়কে সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্মিত অফিসের উদ্বোধন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পদক উসমান আলী, সহ সভাপতি আব্দুর রহিম দুদু বক্স, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি গোলাম হাদি ছয়ফুল, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সভাপতি বীর মোক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাধারণ সম্পাদক সজীব আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।

ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফ আহমদ হীরা ও সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস’র যৌথ পরিচালনায় সভার শুরুতে সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য ও বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনও বক্তব্য রাখেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মাখন মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম (সালাম মিয়া), সহ সভাপতি হাসমত আলী হাসু, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, প্রচার সম্পাদক মানিক মিয়া, দফতর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্য রাজু আহমদ তুরু, প্রথম নির্বাহী সদস্য মোঃ কানু মিয়া, নির্বাহী সদস্য লায়েছ মিয়া, নির্বাহী সদস্য আব্দুল জলিল, নির্বাহী সদস্য আলী আহমদ, নির্বাহী সদস্য শরীফ আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকার, মনিরুজ্জামান মনির প্রমূখ।

সভায় সাধারণ সদস্যদের সম্মতিতে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুর রহিম দুদু বক্সকে দায়িত্ব দেওয়া হয়। অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন, সাদেক খান, আলহাজ¦ মাখন মিয়া, আলহাজ¦ জমির মিয়া ও মহসিন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর