জগন্নাথপুরে হামলায় নারীসহ আহত ৩

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

জগন্নাথপুরে হামলায় নারীসহ আহত ৩

জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপরে হামলায় একই পরিবারের নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দণিপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, হবিবপুর দণিপাড়া গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি হেলাল মিয়া ও গ্রামের রয়েদ মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার বিকেলে হেলাল মিয়া বাড়িতে না থাকার সুযোগে রয়েদ মিয়ার বখাটে ছেলে আরিফের অতর্কিত হামলায় একই পরিবারের হেলাল মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩০), ছেলে মাহিন মিয়া (১৫) ও মেয়ে লিলিমা (১৭) আহত হন।
এর মধ্যে গুরুতর আহত আয়েশা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর