ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রিপন মিয়া(৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে জমি চাষাবাদ শেষে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহত রিপন দিরাই থানার জাহানপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের শাহ খোয়াজ আলীর বাড়িতে গৃহ কর্মচারীর কাজ করে আসছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জমি চাষাবাদ শেষে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন রিপন মিয়া। এ সময় একটি পুকুর পাড় ওঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech