জগন্নাথপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

জগন্নাথপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তাহব্যাপী স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার প্রথম দিনের প্রতিযোগিতায় জগন্নাথপুর পৌর শহরের ৪টি দল অংশ গ্রহণ করে।

এতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

পৃথক প্রগিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর