জগন্নাথপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

জগন্নাথপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীসহ মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই অনিক চন্দ্র দেব ও এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করেন। এর মধ্যে ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সে শেরপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।
এছাড়া মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ঘোষগাঁও গ্রামের আছদ্দর আলীর ছেলে। এদিকে মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর