ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম বলেছেন, দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জিবিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। বর্তমানে মাদক ব্যবসায়ীরা তরুণদের টার্গেট করছে,তাদেরকে বিপদগামী করছে। তরুণ সমাজকে বাঁচাতে ও মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের অভিশাপ থেকে সমাজ ও দেশকে মুক্ত করতে জনসাধারণকে পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান তিনি।
সিলেট নগরের পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির উদ্যোগে ও সৈয়দ মূগনী ও বাদাম বাগিচা পঞ্চায়েত কমিটির সহযোগিতায় ‘সবাই মিলে আওয়াত তুলি, মাদকমুক্ত দেশ গড়ি’ সেøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৪ জুন) রাতে নগরের পীরমহল্লা ক্যামব্রীজ গ্রামার স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বশর হোসেইন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিত আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এজন্য সচেতনতামূলক মাইকিং, মাদকের বিরুদ্ধে লিফলেট বিতরণ, মসজিদে ইমাম সাহবেদের সচেতনামূলক বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইনসহ মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম জোরদার করতে হবে।
পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ ও প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক ছালিকুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা, বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনারা ইয়াহিয়া আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন সৈয়দ মূগনী পঞ্চায়েত কমিটির উপদেষ্ঠা কবির আহমদ, সৈয়দ মূগনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মফিজুর রহমান বারেক, এডভোকেট কামাল আহমদ, মুমিনুর রহমান, মিসবাহ উদ্দিন আহমদ, মাহবুব আহমদ, মাসুম আহমদ, মনির আহম, আমিন আহমদ, মখলিছুর রহমান, হাফিজ রহিম, হামিম আহমদ, শরিফুল ইসলাম আকন, সাংবাদিক শিহাব আহমদ, ইসরান আহমদ মুস্তাক আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech