নবীগঞ্জে রাস্তা নির্মাণের ১ মাসের মাথায় ভাঙন শুরু

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

নবীগঞ্জে রাস্তা নির্মাণের ১ মাসের মাথায় ভাঙন শুরু

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার থেকে শতক পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শেষ হওয়ার ১ মাসের মাথায় রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। অনেক স্থানের কার্পেটিং ওঠে গেছে। বহুল প্রতীক্ষিত এ রাস্তার কাজ সম্পন্ন হলেও অসাধু ঠিকাদারী প্রতিষ্ঠানের উদাসিনতায় ও নি¤œ মানের মালামাল ব্যবহার করার ফলে রাস্তায় দেখা দিয়েছে ভাঙন। এসব অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

জানা যায়, উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর এলাকার লোকজন পাশ্ববর্তী জেলা মৌলভীবাজার যাওয়ার জন্য জনতার বাজার থেকে কাগাবালা সড়কই একমাত্র উপায়। এছাড়াও আথানগীরি,শতক,বড়ইতলা,লামরোহ,দেওপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম থেকে নবীগঞ্জ উপজেলা সদর,দিনারপুর উচ্চ বিদ্যালয়,দিনারপুর কলেজ,পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ,দিনারপুর মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে গ্রাম থেকে বের হয়ে আসার এটাই একমাত্র রাস্তা। বিগত প্রায় ৫-৬ বছর ধরে রাস্তার বিভিন্নস্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনপোযোগী হয়ে পড়ে। এরপর থেকে এ রাস্তা সংস্কারের দাবী জানিয়ে আসছিল স্থানীয় জনসাধারণ। গত বছরের (২৮ এপ্রিল) জনতার বাজার থেকে শতক পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দুই-ঘন্টা বিক্ষোভ করে দিনারপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এতে নড়েচড়ে বসে সংশ্লীষ্ট কর্তৃপক্ষ। তড়িৎ গতিতে আরএআরআইপি প্রজেক্টের অধিনে দেওপাড়া থেকে শতক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ১ কোটি ৯লক্ষ ৫শত ২৭ টাকার টেন্ডার করা হয়। পরে কাজটি পায় হবিগঞ্জের গোলাম ফারুক নামে এক ঠিকাদার। তাঁর কাছ থেকে কাজটি কিনে নেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ঠিকাদার রবিন্দ্র কুমার পাল। শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি করান ঠিকাদার রবিন্দ্র কুমার পাল।

স্থানীয়রা অভিযোগ করে আরোও জানান, কাজ চলাকালিন সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী নি¤œ মানের মালামাল ব্যবহার করে রাস্তা নির্মাণ এবং কার্পেটিং করার কয়েক ঘন্টার মাথায় রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার প্রতিবাদ করেন এবং কাজ বন্ধ করে দেন। পরে উক্ত কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত নবীগঞ্জ উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী সাঈদুর রহমানকে বিষয়টি অবগত করান স্থানীয় লোকজন। পরে তিনি ভালোভাবে কাজটি সম্পন্ন করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন। কিন্তু বিষয়টি আমলে নেননি এ কর্মকর্তা। এলাকাবাসীর অভিযোগ,সহকারী প্রকৌশলীসহ প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান নি¤œমানের মালামাল দিয়ে এ রাস্তার কাজ সম্পন্ন করে।

এব্যাপারে জানতে রাস্তার ঠিকাদার রবিন্দ্র কুমার পালের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ারুল হক জানান,যদি কোনো অনিয়ম হয়ে তাকে অবশ্যই আমরা সংশ্লীষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আগামী-১ বছরের ভিতরে যদি রাস্তায় কোনো ধরণের ভাঙন বা কার্পেটিং ওঠে যায় সেটা মেরামত করিয়ে দিবে ঠিকাদার।

সর্বশেষ ২৪ খবর