ভারি বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা : পরিদর্শনে মেয়র আরিফ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

ভারি বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা : পরিদর্শনে মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদন
মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টির স্থায়িত্ব আজ বুধবার পর্যন্ত চলমান রয়েছে। আর এই ভারি বৃষ্টিতে সিলেট নগরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। রাজপথে চলন্ত গাড়িগুলো যেনো পানির ঢেউ কেটে গন্তব্যে ছুটছে। এতে যাত্রী ও পথচারীসহ ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বর্ষা শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো মুষলধারায় বৃষ্টি হচ্ছে সিলেটে। আর এ বৃষ্টিই জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে এসেছে নগরের কয়েকটি এলাকার মানুষের জন্য।

সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের পাঠানটুলা এলাকা সবচেয়ে বেশি জলমগ্ন হয়ে পড়েছে। ওই এলাকার সড়ক উপচে পানি ঢুকে পড়ে বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে। এতে চরম বিপাকে পড়েন ওই এলাকার মানুষ।

পাঠানটুলার ব্যবসায়ীরা বলেন, ‘বর্ষার প্রথম মুষলধারায় বৃষ্টিতে এলাকা তলিয়ে গেছে। সামনে আরো বৃষ্টি হবে। তখন পরিস্থিতি কি হবে, তা ভাবলেই আঁতকে ওঠতে হচ্ছে।’

তারা বলেন, ‘বৃষ্টির পানি সড়ক উপচে আমাদের অনেকের বাসাবাড়িতে ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’

এছাড়াও সিলেট নগরের ছড়ারপাড়, পুরানলেন, শেখঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, ভাতালিয়াসহ নিম্নাঞ্চলীয় কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।

এদিকে, পাঠানটুলা এলাকার জলাবদ্ধতা পরিদর্শনে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর