জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মেয়র আরিফ : ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মেয়র আরিফ : ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে নেমেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মেয়র বুধবার নগরের পাঠানটুলা এলাকার জলাবদ্ধতা পরিদর্শনে যান এবং জলাবদ্ধতার কারণ জানতে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা প্রদান করেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে ছড়া ও খাল উদ্ধার, নতুন প্রশস্থ ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে জলাবদ্ধতা অনেকটাই নিরসন করা সম্ভব হয়েছে। এরপরও কী কারণে নগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টির স্থায়িত্ব আজ বুধবার পর্যন্ত চলমান রয়েছে। আর এই ভারি বৃষ্টিতে সিলেট নগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে নগরের পাঠানটুলা এলাকা সবচেয়ে বেশি জলমগ্ন হয়ে পড়েছে। ওই এলাকার সড়ক উপচে পানি ঢুকে পড়ে বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে। এতে চরম বিপাকে পড়েন ওই এলাকার মানুষ।

এছাড়াও সিলেট নগরের ছড়ারপাড়, পুরানলেন, শেখঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, ভাতালিয়াসহ নিম্নাঞ্চলীয় কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর