সিলেটে ২ দিনে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায়

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

সিলেটে ২ দিনে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদন
সিলেটে মাত্র দুই দিনে রাজস্ব আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত স্বর্ণ মেলায় এই রাজস্ব আদায় হয়। এতে বৈধতা পায় দুই লাখ ৩১ হাজার ভরি স্বর্ণ।

প্রতি ভরি স্বর্ণে এক হাজার টাকা হিসেবে কর দেয়া হয়। সবমিলিয়ে কর বাবদ রাজস্ব বোর্ড আদায় করে ২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। এর আগে উল্লেখিত স্বর্ণের কোনরূপ কর প্রদান করেনি মালিক পক্ষ। পরে অবৈধ হয়ে যাওয়া এই স্বর্ণকে বৈধতা দিতেই দুইদিনব্যাপী স্বর্ণ মেলার আয়োজনের মাধ্যমে কর প্রদান করা হয়।

এতো বেশি পরিমাণ অবৈধ স্বর্ণ সিলেটের ব্যবসায়ী ও উৎপাদনকারীদের ছিল, এটা হয়তো কারো ধারণাতেই ছিল না।

সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনার কাজল সিংহ এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেটে স্বর্ণ মেলায় জুয়েলারি প্রস্তুুকারী প্রতিষ্ঠান, স্বর্ণ ব্যবসায়ী ও উৎপাদক মিলিয়ে ১২৮ জন তাদের অপ্রদর্শিত স্বর্ণ কর দিয়ে বৈধ করে নেন।

জানা গেছে, সরকার দেশে কতো পরিমাণ স্বর্ণ আছে, তার মোট হিসাব জানতে চাইছে। এজন্য অবৈধ স্বর্ণ কর দিয়ে বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত যে কেউ নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে তাদের অপ্রদর্শিত স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য বৈধ করে নিতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর