ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে জালিয়াত চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল নগরে অভিযানে নামে। এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে ও এএসপি ওবাইনসহ কোতয়ালী থানাধীন ৪১/১ হুরাইরা ম্যানশন, জুনেদ এন্টারপ্রাইজ এর সামন থেকে নকল জাতীয় পরিচয়পত্র ও এসএসসি সার্টিফিকেট তৈরির ৩টি সিপিইউসহ জাল জালিয়াত চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. সাইফুল (৩৩), পিতা- মোকাদ্দেস আলী, সাং-গোপালপুর পো. গোপালপুর, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি, মো. সামসুউদ্দিন, (২৮) পিতা- মৃত জমসেদ আলী, সাং-মোল্লার গাঁও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট ও মো. মাছুম আহমেদ (২৬), পিতা- বদর আলী, সাং-জাহিদপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।
উদ্ধারকৃত আলামত ও আটক আসামিদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech