জেল রোড থেকে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

জেল রোড থেকে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের পুরাতন জেল গেইট এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে পুরাতন জেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

আটক যুবকের নাম মো. রুবেল হোসেন(১৮)। সে জগন্নাথপুর থানার মিরপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ রুবেলকে কোতয়ালী থানায় হন্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর