চট্টগ্রাম থেকে অপহৃত কিশোর হবিগঞ্জে উদ্ধার : অপহরক গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

চট্টগ্রাম থেকে অপহৃত কিশোর হবিগঞ্জে উদ্ধার : অপহরক গ্রেপ্তার

ডেস্ক প্রতিবেদন
চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া মবিন (১৪) নামের এক কিশোরকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়া (র‌্যাব)-৯।

সোমবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীকেও গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি এ কে এম কামরুজ্জামান বলেন, ১৮ জুন মো. মবিনকে (১৪) চট্টগ্রামের হিলভিউ এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর ২০ জুন চট্টগ্রাম থানায় জিডি করেন তার বাবা বেলাল হোসেন, জিডির পরিপ্রেক্ষিতে ২৩ তারিখ মামলা হয়। অপহরণকারী মবিনকে অপহরণ করে হবিগঞ্জের পারকুল চা বাগানে নিয়ে আসে। র‌্যাব বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৪ জুন বিকেলে তাকে ওই এলাকা থেকে উদ্ধার করে। এসময় অপহরণকারী কাউসার মিয়াকে র‌্যাব গ্রেফতার করে।

বেলাল হোসেন বলেন, অপহরণ হওয়ার পর তার কাছে একাধিকবার মুক্তিপণের টাকা চেয়ে ফোন আসে। টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি জানিয়ে তিনি চট্টগ্রাম থানায় জিডি করলে র‌্যাব উদ্ধার অভিযানে নামে। এর ফলশ্রুতিতে হবিগঞ্জের পারকুল বাগান থেকে তার ছেলেকে উদ্ধার করা হয়।

সর্বশেষ ২৪ খবর