ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর এলাকার জামালগঞ্জ সড়কের রূপাবালি এলাকায় ব্যাটারি চালিত রিক্সা (ইজিবাইক) এর চাপায় প্রথম শ্রেণির এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটি শেষে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ইজিবাইকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় নাহিদা আক্তার ইমা নামের ওই ছাত্রী। ইমা রূপাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে রূপাবালি গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
জানা গেছে, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া চালক তাকে রিকশা চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ইমা। এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী চালক জিয়া নূরকে গণপিঠুনি দিয়ে জামালগঞ্জ থানায় সোপর্দ করেছে।
জামালগঞ্জ থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অবৈধ রিক্সাচাপায় ওই স্কুলছাত্রী মারা যায়। এলাকাবাসী চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech