ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে দুই উপজেলা থেকে ৩জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার ধর্মপাশা উপজেলায় এক দিন নিখোঁজের পর মাজহারুল(৫)নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। মাজহারুল সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের রুবেল মিয়া ছেলে।
বুধবার আড়াইটার দিকে বৌলাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে ধর্মপাশার থানার এসআই অর্নিবান বিশ্বাস লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে শিশু মাজহারুল হঠাৎ নিখোঁজ হয়ে পড়লে তার পরিবারের লোকজন খোঁজাখুজি শেষে আশপাশ এলাকায় মাইকিং করা হয়। পরে বুধবার বিকেলে বাড়ির পাশে বৌলাই নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখে তার পরিবারের লোকজন পুলিশে খবর দেন। ওই শিশুর পরিবারে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
এদিকে একই উপজেলায় আনুমানিক ২০-২২বছরের এক অজ্ঞাত যুবকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার ১২টার দিকে সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের পাশে ডালা ব্রীজ সংলগ্ন ধারাম হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে ধর্মপাশার থানার অফিসার ইনচার্জ (ওসি)এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই হাওরে একটি লাশ ভাসতে দেখে স্থানীরা পুলিশকে খবর দিলে সেখান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech