স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে : জয়া সেনগুপ্তা

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে : জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ সংবাদদাতা
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ছাত্রলীগকে ইতিহাস, ঐতিহ্য রক্ষা করতে হবে। ছাত্রলীগের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার ( ৬ জুলাই) দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পশ্চিম পাকিস্তানের শোষণ আর শাসনে পূর্ব পাকিস্তান ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, শাসক শ্রেণীর হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে, পরাধীনতার শিকল ভেঙ্গে দিতে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া।

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, যুবলীগ নেতা রায়হান মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি লিটন আহমদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয়, যুগ্ম আহবায়ক সজীব নূর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর