ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯
ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর দিনব্যাপী হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সৌদি দূতাবাস শায়েখ ইসহাক আল মাদানী।
শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোবিন্দনগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ আব্দুস সালাম আল মাদানী, সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ নুরুজ্জামান আল-মাদানী দ্বায়ী সৌদি দূতাবাস।
কর্মশালা পরিচালনা ও চিত্র প্রর্দশনি করেন ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরসের পরিচালক হজ্জ কাফেলার মাওলানা মাসুম বিল্লাহ আল মাদানী। এসময় আরো উপস্থিত ছিলেন, ড. নুরল ইসলাম বাবুল, মাওলানা আফতাব উদ্দিন, হাফিজ আব্দুল আজিজ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা ময়নুই ইসলাম ছাব্বির প্রমুখ। কর্মশালায় বক্তরা শিরিক, বেদাতমুক্ত হজ্জ্ব পালনে করনীয় ও বর্জনীয় দিকগুলো সর্ম্পকে আলোকপাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech