ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তে কয়লা ডিপো থেকে জহুর আলী(৫০) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জহুর আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া শুল্কস্টেশনের জাহের আলীর সোহেল এন্টারপ্রাইজ নামক কয়লা ডিপোতে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন নিহত জহুর আলী। শুক্রবার সন্ধ্যায় তাকে রেখে বাড়ি চলে যান ডিপোর মালিক জাহের। শনিবার বেলা ১টার সময় জাহের আলী ডিপোতে এসে দেখেন অফিস বন্ধ রয়েছে। তখন অনেক ডাকাডাকির পরও নৈশপ্রহরী জহুর দরজা না খোলায় তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ধর্ণার সঙ্গে জহুর আলীর ঝুলন্ত লাশ দেখতে পান এবং উদ্ধার করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech