ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯
রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন যুগলটিলা সিলেটে ৯ দিনের কর্মসূচির তৃতীয় দিন শনিবার ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।
বৃষ্টি উপেক্ষা করে ভক্তরা নানা কর্মসূচিতে অংশ নেন। এদিন প্রায় ৫ হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় দিনেও ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটেছে ‘ইসকন সিলেট রথযাত্রা’ উৎসবে। শনিবার ৩য় দিনে রাজভোগ দর্শন ছাড়াও জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, সেমিনার-‘পরম সঙ্গী,’ গৌর সুন্দরের আরতি, কিচ্ছাপালা ‘তিলোত্তমা সুন্দরী’সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ইসকন যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ প্রতিদিনের কর্মসূচিতে ভক্তদের উপস্থিতি কামনা করেছেন।
এদিকে ৯ দিনের কর্মসূচির ৪র্থদিন রোববার ৭ জুলাই জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, ভক্তিবৃক্ষ সম্মেলন, গৌর সুন্দরের আরতি ও সেমিনার সহ নানা কর্মসূচি পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech