রোটারী ক্লাবগুলো আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

রোটারী ক্লাবগুলো আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে

রোটারী গার্ডেন সিটির সভায় অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি


সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, রোটারী ক্লাবগুলো আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের কল্যাণমূলক কার্যক্রমে সমাজের হতদরিদ্র মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন সমাজ কল্যাণে আত্মনিবেদিত হওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধিত হচ্ছে।

তিনি শুক্রবার রাতে নগরের জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির রোটাবর্ষ ২০১৯-২০ এর প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পোলিও নির্মূলসহ অন্যান্য কল্যাণমূলক কাজে রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বের প্রায় দুই শতাধিক দেশে তাদের কাজের ব্যাপ্তি ঘটিয়েছে। এরই ন্যায় বাংলাদেশেও সাধারণ মানুষের কল্যাণে শতাধিক সেবামূলক সংগঠন আর্তপীড়িত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। চীফ সার্জেন্ট এন্ড আর্মস মো, আনোয়ার হোসেন সভা শুরু হওয়ার ঘোষনা দেন ও প্রেসিডেন্ট আব্দুস সামাদ নজরুল কে আসন গ্রহণ করার অনুরোধ জানান এবং তিনি কলার পরিয়ে দেন।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মঈনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, ডিস্টিক্ট গভর্ণর ইলেক্ট ড. বেলাল উদ্দিন আহমদ, ডিস্টিক্ট এক্্িরকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান সেলিম খান, চার্টার মেম্বার ও ডেপুটি গভর্ণর রেটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ডেপুটি গভর্ণর রোটারিয়ান ফয়সল করিম মুন্না, ডেপুটি গভর্ণর রোটারিয়ান বদরুল আলম, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান তোফায়েল আহমদ, ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নজমুল ইসলাম খছরু।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ড. আবুল হোসেন, রোটারিয়ান এ এইচ এম ফয়সাল, রটারিয়ান জিয়াউল হক, রোটারিয়ান নাজিম উদ্দিন শাহান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ মশিউর আলম।

প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল কে বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন এবং এডিটর ছয়ফুল আলমের কাছ থেকে মোড়ক উম্মেচন করেণ অতিথিবৃন্দ। ট্রেজাারার আব্দুর রশিদ ১ম সভায় মেম্বারদের দেয়া উিউজের চেক হস্তান্তর করেন প্রেসিডেন্টের কাছে।
এছাড়াও অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ডিস্টিক্ট অফিসিয়েল ডেপুটি গভর্ণর বৃন্দ, এসিস্ট্যান্ট গভর্ণর বৃন্দ, ফাস্ট প্রেসিডেন্টবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ, প্রেসিডেন্ট ইলেক্ট ও নমিনিবৃন্দ সহ প্রায় শতাধিক রোটারিয়ানদের উপস্থিতে জমকালো অনুষ্ঠানটি অত্যান্ত উপভোগ্য ছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর