হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল মিয়া (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তোফাজ্জুল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মজলিস আলীর পুত্র।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাভার্ড ভ্যানের চালক। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ ২৪ খবর