হবিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

হবিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার মোহনপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হল, বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রশ রাজ চৌধুরীর পুত্র দয়াল চৌধুরী (২৪) ও একই গ্রামের রাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী (২১)।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এম জাহিদুর রশীদ জানান, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই স্থানে অভিযানে চালিয়ে ২শত পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ ২৪ খবর