ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আরতি পাল(৭০) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।
১৬ জুলাই মঙ্গলবার পৌরশহরের বাল্লা রোডের পাল বাড়ির পাশে ঘটনাটি ঘটে।
নিহত আরতি পাল মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের বুল্লা গ্রামের অখিল পালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরতি পাল ওনার মেয়ের বাড়ি আমকান্দি গ্রামে বেড়াতে আসেন। তিনি সেখান থেকে হাতুন্ডা বাসুদেব বাড়িতে যেতে চেয়েছিলেন। হঠাৎ বেপরোয়া মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার অলক বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech