ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে সৎ ভাইয়ের হাতে আহত গেদু মিয়া(৪৫) এর মৃত্যু হয়েছে। ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার সকাল ১১টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত গেদু মিয়া উপজেলার মিরাশী ইউপির ভোলারজুম গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।
মঙ্গলবার ১৬ জুলাই সিলেট কোতোয়ালী থানা পুলিশ লাশের ময়না তদন্ত শেষে চুনারুঘাট থানা পুলিশের হস্তান্তর করে। পরে চুনারুঘাট থানা পুলিশ সকাল ৯টায় লাশটি নিহতের স্ত্রীর রেহেনা আক্তারের হাতে সমজিয়ে দেয়। এঘটনায় ছোবান মিয়াকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
চুনারুঘাট থানার ওসি শেখ মোঃ নাজমুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ জুলাই রবিবার সকাল ৮টায় উপজেলার মিরাশী ইউপির ভোলারজুম গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র ছোবান মিয়া(৩৭) তারই সৎভাই গেদু মিয়া(৪৫)কে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গেদু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে ওমেক হাসপাতালে প্রেরণ করেন। ওমেক হাসপাতালে ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকাল ১১টায় তিনি মৃত্যু বরণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech