ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
জাতীয় মুক্তিমঞ্চ সিলেটের উদ্যোগে অবিলম্বে জাতীয় সংসদ পুনর্নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা মঙ্গলবার ১৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম।
তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে। দেশে সুশাসন বলতে আজ কিছু নাই। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। চারদিকে শুধু লুটপাট, ধর্ষণ আর খুন-খারাপী। জাতিকে এমন বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্ত করতেই বিবেকের দায়বদ্ধতা থেকেই জাতীয় মুক্তিমঞ্চের যাত্রা। অবিলম্বে পুনঃ জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিমঞ্চ জাতিকে ঐক্যবদ্ধ করার একটি কার্যকর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের সাথে দেশপ্রেমিক যে কোন দল বা ব্যক্তিকে আমরা স্বাগত জানাই। তবে কোন গাদ্দার ও মোনাফেকদের মুক্তিমঞ্চে ঠাই দেয়া হবে না। আমাদের স্পষ্ট কথা হলো বিভীষিকাময় পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে জাতীয় মুক্তিমঞ্চ হচ্ছে দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ প্লাটফর্ম।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় মুক্তিমঞ্চের অন্যতম শীর্ষ নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদওয়ান আহমদ, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব, শাহাদাত হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, জাগপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসাদুর রহমান খান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, সিলেট জেলা জাগপার সভাপতি শাহজাহান আহমদ লিটন, মহানগর বিএনপির সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ। সভার শুরতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন। উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, পরিবারকল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সুহাদ রব চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech