ঢাকা ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯
নিজস্ব প্রতবিদেন
এবার ব্যাটারচিালতি রকিশা ও অটোরকিশা বন্ধ করতে অভযিানে নমেছেে সলিটে সটিি করপোরশেন। আদালতরে নষিধোজ্ঞা থাকায় শনবিার (২০ জুলাই) সন্ধ্যা থকেে নগরীর ভআিইপি রোডরে লামাবাজার ও শখেঘাট এলাকায় গড়ে ওঠা বশে কয়কেটি শোরুমে এ অভযিান চালানো হয়। এসময় অনুমোদনহীন ব্যাটারি চালতি রকিশা ও অটোরকিশা বক্রিি ও বাজারজাত করার অপরাধে বশে কয়কেটি শোরুম সলিগালা করা হয়। অভযিানে র্সাবকি সহযোগতিায় ছলিনে সলিটে মট্রেোপলটিন ট্রাফকি পুলশিরে সদস্যরা।
অভযিান শষেে সসিকি ময়ের সাংবাদকিদরে জানান, ‘উচ্চ আদালতরে নষিধোজ্ঞা থাকার পরও একটি চক্র র্দীঘ দনি থকেে নগরীর ভআিইপি রোডরে লামাবাজার থকেে শখেঘাট পয়ন্টে র্পযন্ত সড়করে দুই পাশে র্অধশতাধকি ছোট বড় শোরুমে ব্যাটারি চালতি রকিশা, অটো রকিশা রখেে বাজারজাত করছ।ে সসিকিরে পক্ষ থকেে একাধকিবার ব্যাটারি চালতি রকিশা, অটো রকিশা বক্রিি ও বাজারজাত না করতে নষিধে প্রদান করলওে সংশ্লষ্টিরা কোন র্কণপাত করনে।ি যার কারণে বাধ্য হয়ে অভযিানে নামতে হয়ছে’ে। তনিি জানান, ‘নগরীর বশে কছিু এলাকার গ্যারজে ও শোরুমে ব্যাটারি চালতি রকিশা, অটো রকিশা রখেে বক্রিি ও পাড়া-মহল্লায় চলাচল করতে একটি চক্র সহায়তা করছ।ে ধারাবাহকিভাবে এদরে বরিুদ্ধওে অভযিান চালানো হবে বলওে জানান সসিকি ময়ের আরফিুল হক চৌধুরী’।
অভযিানে সলিটে মট্রেোপলটিন ট্রাফকি পুলশিরে অতরিক্তি উপ পুলশি কমশিনার নকিুলনি চাকমা, সটিি কাউন্সলির শান্তনু দত্ত সন্তু, সকিন্দর আলী, রকবিুল ইসলাম ঝলক সহ সসিকিরে র্কমর্কতা-র্কমচারী ও পুলশিরে অন্যান্য সদস্যরা উপস্থতি ছলিনে।
উল্লখ্যে, ২০১৫ সালে সরকারী এক আদশেে সলিটে নগরীতে ব্যাটারি চালতি রকিশা ও অটোরকিশা চলাচল, বক্রিি ও বাজারজাত নষিদ্ধি ঘোষণা করা হয়। ২০১৬ সালরে ১৯ জানুয়ারি ব্যাটারচিালতি রকিশা মালকি সমতিি সরকারী এই নষিধোজ্ঞার বপিরীতে উচ্চ আদালতে একটি রটি করলে তা খারজি হয়ে যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech