ঢাকা ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদন :::
‘মক্কা মদিনা প্রথমে ছিল শিবের মন্দির-প্রমান মিলল’ ((Makka Madina shivling Mystery in bangla)এই মর্মে ফেইবুকে (আইডিলিংক https://mobile.facebook.com/joy.bishash.92?v) ছবিযুক্ত পোস্ট দিয়ে গণরোষে পড়েন এক হিন্দু অটোরিক্সা চালক। গণপিটুনী দিয়ে তাকে পুলিশে দেয়া হয়েছে। শনিবার বিকেলে আম্বরখানাস্থ অটোরিক্সা স্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক অকিল চন্দ্র বিশ্বাস ওরফে অকিল কুমার বিশ্বাস (২৭) নেত্রকোণা সদরের গরুহাটা নিউটাউন-এর অনিল চন্দ্র বিশ্বাসের পুত্র ও সিলেট এয়ারপোর্ট থানাধীন নগরের চৌকিদেখীস্থ ১০৩/৩ সরকার ভবনের বাসিন্দা।
এ ব্যাপরে নগরের আম্বকরখানা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড সভাপতি মোঃ আবুল হোসেন খাঁন বাদী হয়ে এসএমপি;র এয়ারপোর্ট থানায় ডিজিটার ি নরাপত্তা আইনের ২৫,২৮ ও ৩১ ধারায় মামলা করেছেন। এসএমপি মিডিয়া এন্ড কমিউিনিটি সার্ভিস থেকে প্রেসবজ্ঞিপ্তি আকারে এ সংবাদ প্রেরিত হলেও রহস্যজনক কারণে আটক ব্যক্তির ছবি দেয়া হয়নি।
এ ব্যাপারে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা’র সাথে মোবাইল ফোনে আলাপ হলে তিনি কর্তব্যকাজে ঢাকায় রয়েছেন বলে জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech