ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

বিজয়ের কন্ঠ ডেস্ক :::  লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মঙ্গলবার পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে নেতৃত্বের দৌড়ে তিনি পররাষ্ট্র মন্ত্রী জেরিমি হান্টকে পরাজিত করে নির্বাচিত হন। খবর এএফপি’র।
নির্বাচনে বরিস জনসন ৯২ হাজার ১ শ’ ৫৩ ভোটের মধ্যে ৪৬ হাজার ৬ শ’ ৫৬ ভোট পেয়েছেন। বুধবার তিনি বিদায়ী প্রধানমন্ত্রী টেরেজা মে’র স্থলাভিষিক্ত হবেন।
এদিকে নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বরিস জনসনের বড় ভক্ত বলে উল্লেখ করেন।
অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, বরিস ভিন্ন ধরনের ব্যক্তি, আমিও ভিন্ন ধরনের মানুষ। তার সঙ্গে আমরা ভালো থাকবো এবং আমি মনে করি, আমাদের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর