ছাতকে রফিজ হত্যামামলায় দুই সহোদরের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮

ছাতকে রফিজ হত্যামামলায় দুই সহোদরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
ছাতকে রফিজ হত্যামামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষনা করেন। একই সাথে তাদের প্রত্যেককে আর্থিক জরিমানা অনাদায়ে আরো দুই মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন ছাতক উপজেলার জহিরপুর গ্রামের মিজাজ আলীর ছেলে কানন মিয়া ও আব্দুল আজিজ।

অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর দুই আসামি কমলা বিবি ও কনা বিবিকে বেকসুর খালাস দেন আদালত।

আসমিপে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল লেইস রোকেশ। বাদী পে ছিলেন অ্যাডভোকেট সোহেল আহমদ সইল মিয়া।

মামলার বিরণে প্রকাশ,২০০০ সালের ১৮মে রফিজ মিয়ার ছেলে লিলু মিয়ার সঙ্গে ভাতিজা আব্দুল আজিজের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে লিলু মিয়াকে মারধর করেন আব্দুল আজিজ ও তার ভাই কাননসহ কয়েকজন। এ সময় রফিজ ঠেকাতে গেলে তারা তাকেও লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রফিজ। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় লিলু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারে সাক্ষ্য-প্রমানে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত উল্লেখিত দুই সহোদরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর