বোনের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বড় বোন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বড় বোন

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বড় বোন গৃহবধু আম্বিয়া বেগম (৪০)। নিহত আম্বিয়া বেগম জেলার বানিয়াচং উপজেলার হাজরাপাড়া মহল্লার আব্দুল হান্নানের স্ত্রী। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিহত আম্বিয়া বেগম ও তার স্বামী আব্দুল হান্নান প্রাইভেট মাইক্রোবাস যোগে বানিয়াচং থেকে ছোট বোনের বাড়ি নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামে লন্ডন প্রবাসী আজাদ মিয়ার বাড়িতে যাওযার উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে দুপুরে মহাসড়কস্থ আজাদ মিয়ার বাড়ির সামনে পৌঁছার পর রাস্তা পারা পারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির পানবোঝাই পিকআপ ভ্যান আম্বিয়া বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন আম্বিয়া বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় আম্বিয়া বেগম নামে এক মহিলা আহত হয়। পরে সিলেট হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ খবর