মাধবপুরের আন্দিউড়ায় চেয়ারম্যান পদে হেলাল বিজয়ী

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

মাধবপুরের আন্দিউড়ায় চেয়ারম্যান পদে হেলাল বিজয়ী

বিজয়ের কন্ঠ ডেস্ক :::  হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চশমা প্রতীক নিয়ে মোস্তাক আহমেদ খান হেলাল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ খান হেলাল পেয়েছেন ২ হাজার ৬শ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) অটোরিক্সা প্রতীক নিয়ে নেপাল চন্দ্র দাশ ২ হাজার ১শ ১৭ ভোট।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানীং অফিসার মনিরুজ্জামান সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভ নাশতারান, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, অফিসার ইনচার্জ(ওসি)কে এম আজমিরুজ্জামান।

রির্টানীং অফিসার মনিরুজ্জামান জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য পদে তফসীল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী ২৫ শে জুলাই নির্বাচনের দিন নির্ধারন করা হয়।

ইউনিয়নের মোট ভোটার ১৪ হাজার ১৮৯ জন। যাদের মধ্যে ১০ হাজার ২৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ ২৪ খবর