মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে অপকৌশলে ব্যস্ত মধ্যস্তভোগীরা

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে অপকৌশলে ব্যস্ত মধ্যস্তভোগীরা

আমির উদ্দিন, মালয়েশিয়া থেকে ::: বহিবিশ্বে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার, জানা যায় সৌদি আরবের পরেই মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারে নেয়ামক হিসাবে কাজ করছে।  ২০১৮ সালের ডিসেম্বর জিটুজি পাস বন্ধ করে দেয় মালয়েশিয়ার মাহথির সরকার, এতে যথ বিপাকে পড়েছেন বিদেশগামীরা তার চেয়ে বেশি হতাশায় দিন কাটাচ্ছেন বিভিন্ন নামধারী এজেন্সির মিডিলম্যানরা। সাম্প্রতিক বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় দুই দুই বার মালয়েশিয়া সফর করেন, নব্য উপ মন্ত্রী থেকে মন্ত্রী ঘোষনা কালীন সময়ে ও তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, দফায় দফায় দেশটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। এজেন্ডা আকারে আলোচনা করেছেন অবৈধদের বিষয়ে, গুরুত্ব দিয়েছেন শ্রমবাজার উন্মুক্তেও, এতে করে মালয়েশিয়ার সরকার সধ্যাসন্ন আগষ্ট মাসের এক তারিখ পর্যন্ত ১৪ হাজার টাকা পরিশোধ ও একটি বিমান টিকেটের মাধ্যমে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে, এতে করে প্রবাসীদের মাঝে নেমে এসেছে আনন্দের ছোঁয়া ধারনা করা হচ্ছে স্মরনকালের সবচেয়ে বেশি লোক এই বারে অফারে দেশে চলে যাবে। হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হচ্ছে, কমিউনিটি সংগঠনের নেতারাও এতে অবৈধদের দেশে যাওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মন্ত্রী যখন নির্বাচনী এলাকা জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত ঠিক সেই সময়ে মালয়েশিয়ায় মন্ত্রী অবস্থান করেছেন মালয়েশিয়া শ্রম বাজার খুলে গেছে ইত্যাদি ইত্যাদি অপপ্রচার ফেইসবুকে বিভিন্ন পেইজ ও অনলাইন ভার্সন প্রচার করে আসছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলছে অপপ্রচার। আর এ অপপ্রচারে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র। কৌশল অবলম্বনে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, উইচ্যাটসহ বিভিন্ন মাধ্যম। বাংলাদেশের অন্যতম বড় এ শ্রমবাজার আগামী মাসে চালু হওয়ার কথা থাকলেও, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবে বাজারটি নিয়ন্ত্রণে নিতে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফেইসবুক পেজ খুলে মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের আকর্ষণ করা হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রী এখন মালয়েশিয়ায় শ্রমচুক্তি হয়ে গেছে। শুরু হয়ে গেছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো। ইত্যাদি..ইত্যাদি!! প্রতারণা যেন পিছু ছাড়ছে না মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের। দালালদের কারণে একদিকে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি অন্যদিকে সহায়-সম্বল বিক্রি করে পথে বসছে হাজার হাজার যুবক। ফেসবুকের মাধ্যমে বিদেশে যেতে ইচ্ছুকদের ব্যাপারে চটকদার বিজ্ঞাপন ও সর্বনিম্ন মূল্যে বিদেশে যাওয়ার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস আপডেট করা হচ্ছে। বলা হচ্ছে, আপনাদের মোবাইল নম্বরটা দেন, আমরা যোগাযোগ করে নেব। ওই নম্বরে যোগাযোগ করে বলা হচ্ছে, মেডিকেল করে আসেন ভিসা পাওয়া যাবে। মেডিকেল করার পর নেয়া হচ্ছে ৫০ হাজার টাকা। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অপপ্রচারে বিপাকে দু’দেশের সংশ্লিষ্টরা। এ অপপ্রচারে টাকা-পয়সা লেনদেন না করতে দু’দেশের সংশ্লিষ্টরা আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর জহিরু ইসলাম এ প্রতিবেদককে বলেন, মালয়েশিয়ায় বৈধভাবে কাজ, বেতন, আবাসিক, চিকিৎসা ইত্যাদি নিশ্চিতের কাজ করছে হাইকমিশন। অপতৎপরতার কারণে ভালো উদ্যোগগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি বন্ধুরাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে বিরুপতা তৈরি হচ্ছে। তাদের কারণে বৈধরাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। দূতাবাস সব অপতৎপরতা রুখে দিতে কাজ করছে। হাইকমিশন সুত্র বলছে যে কোন অপকৌশল ও অপ তৎপরতা প্রতিহত করতে আমরা বন্ধ পরিকর, অবশ্য এ বিষয়ে অনড় মন্ত্রী ইমরান আহমদ ও তিনি বার গন মাধ্যম এমনকি মহান জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জনাবে মিডিলম্যানদের দৌরাত্ম্য ও সিন্ডিকেট বিহীন শ্রমবাজারে নিশ্চয়তা প্রদান করেছেন।সুত্র জানায় নতুন কলিং এর বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে তবে তা সময় সাপেক্ষ ব্যাপার সবকিছু ঠিকঠাক হলে গন মাধ্যমে তা জানানো হবে এর পূর্বে কাউকে বিভ্রান্ত না হওয়ার ও আহব্বান জানায় হাইকমিশনের একটি সুত্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর