সভাপতি- রুস্তুম আলী, সম্পাদক- খছরুল, সাংগঠনিক- মুস্তাক
আওয়ামী যুবলীগ সৌদিআরব পশ্চিমাঞ্চল কমিটি গঠন

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>সভাপতি- রুস্তুম আলী, সম্পাদক- খছরুল, সাংগঠনিক- মুস্তাক</span> <br/> আওয়ামী যুবলীগ সৌদিআরব পশ্চিমাঞ্চল কমিটি গঠন

সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে রয়েছে দেশের প্রতি দেশ প্রেম, প্রবাসে বসবাস করেও প্রবাসী বাঙ্গালীরা রেখে যাচ্ছেন অনেক অবদান। রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তারা। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গত ২৮ জুলাই আওয়ামী যুবলীগ সৌদিআরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, রুস্তুম আলী ইস্কান্দর, সাধারণ সম্পাদক খছরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ বাদশা । আওয়ামী যুবলীগ সৌদিআরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য কমিটির দায়িত্বভার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদ বিদায়ী সাধারন সম্পাদক আজিজুর রহমান দিলু, সহ সংগঠনের নীতিনির্ধারণী অনেকেই। নতুন কমিটি সকলের সহযোগিতা কামনা করেছেন। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা শাখার সংগ্রামী সভাপতি আরশ আলী গনি। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর