ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েল হত্যাকারী এজহারভুক্ত ১১ আসামীর মধ্যে পলাতক ৮ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বুধবার সুনামগঞ্জের ধর্মপাশা আদালতে পলাতক আসামীরা হাজিরা দিতে আসলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে হত্যা মামলার ১১ আসামীর সকলেই জেল হাজতে রয়েছেন।
প্রভাষক জুয়েল খুন হওয়ার পর ১১ জনকে আসামি করে ধর্মপাশা থানায় হত্যা মামলা (১/২০১৭) দায়ের করেন নিহততের বড়ভাই, সিলেট মদনমোহন কলেজের প্রভাষক মোঃ সুয়েবুর রহমান। মামলা দায়েরের পর পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করলেও বাকি ৮ আসামিরা দীর্ঘ ১১ মাস পলাতক থাকার পর বুধবার আদালতে আত্মসমর্পন করে।
খুনের সাথে জড়িত আসামিরা হচ্ছে- বিপ্লব মিয়া, হিরন মিয়া, গাজী শামছুদ্দিন, খোকন মিয়া, ফজলু মিয়া, বাবলু মিয়া, হাবিবুল ও নাঈম।
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বাড়ীর সীমানা বিরোধকে কেন্দ্র করে জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েল এর উপর প্রতিপক্ষরা হামলা চালায়। তাদের হামলা জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। ১১ জনকে আসামী করে ধর্মপাশা থানায় হত্যা মামলা দায়ের পর পুলিশ ৩ আসামী আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক ও হেলিম মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকী ৮জন আসামী দীর্ঘ ১১ মাস পলাতক থাকার পর বুধবার আদালতে হাজির হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech