ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
হবিগঞ্জ সংবাদদাতা :::
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। মঙ্গলবার রাতে উপজেলার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সুবিদপুর এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে মোখলেস মিয়া (৩৫) ও শাকিল মিয়া (১৮) নামের দুজন গুরুতর আহত হন। তাঁদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মোখলেস মারা যান। তিনি উপজেলার পুরাণগাঁও গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক।
অপর গুরুতর আহত শাকিল মিয়া সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে গতকাল দিবাগত রাত একটার দিকে মারা যান। শাকিল মিয়া হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র ছিলেন।
ওসি রাশেদ আহমেদ জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech