কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর আহ্বান মালালা ইউসুফজাইর

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর আহ্বান মালালা ইউসুফজাইর

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় উদ্ভূত সংকটে ওই অঞ্চলের শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

 

বিবৃতিতে মালালা বলেন, আমার শৈশবকালেও কাশ্মীরের মানুষ সঙ্কটে ছিল। আমার বাবা-মা শিশু ছিলেন, দাদা-দাদী তরুণ ছিলেন, তখন থেকে তারা একই অবস্থায় বাস করছে।

তিনি বলেন, আজ আমি কাশ্মীরি শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যেকোনো সহিংসতায় তারাই সবচেয়ে বেশি অরক্ষিত ও ক্ষতির শিকার।

এসময় জম্মু-কাশ্মীর অঞ্চলে শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধ জানান সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালা। মাত্র ২২ বছরে বয়সে নারীশিক্ষা ও মানবাধিকার বিষয়ে অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর