ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক ::: ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে তারা। দ্বিখণ্ডিত জম্মু-কাশ্মীরের জনগণের স্বার্থে ওই অঞ্চলে শান্তি ফেরাতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
একইভাবে, কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়ম মেনে চলতে সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া।
পাশাপাশি, ভারত-পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তারা আশা করে, এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতির জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ড থেকে দু’দেশই নিজেদের বিরত রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়া বিশ্বাস করে, দীর্ঘদিন ধরে চলা এ ইস্যুর সমাধানে আলোচনা ও পরামর্শই সেরা উপায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech