ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করলো পাকিস্তান

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করলো পাকিস্তান

বিজয়ের কন্ঠ ডেস্ক :::  কূটনীতি-বাণিজ্যের পর এবার ভারতের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ করলো পাকিস্তান। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে দু’দেশের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেসের সব শিডিউল বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমাদ।

এর আগে, গত সোমবার (৫ আগস্ট) ভারতশাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় মোদী সরকার। সেসময় এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। বুধবার (৭ আগস্ট) এ বিষয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ইমরান খান।

বৈঠক শেষে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের ঘোষণা দেন তারা। নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকেও দেশে ফিরতে বলা হয়। পাশাপাশি, কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হবে বলে জানায় পাকিস্তান।  তবে, এসব প্রতিবাদের খুব একটা পাত্তা দিচ্ছে না ভারত। চতুর্থ দিনের মতো অবরুদ্ধ রয়েছে কাশ্মীর উপত্যকা।

অল ইন্ডিয়া রেডিও জানিয়েছে, সহিংসতার অভিযোগে সেখানে এ পর্যন্ত অন্তত পাঁচশ’ জনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর